আমার গলায় দিলো গেঁথে
বন্ধু ভালোবাসার মালা
আমি সারা জনম রাখি ধরে
তার হারানোর জ্বালা।।
একা হেথায় আমায় ফেলে
বন্ধু গেল কোথায়।
খুঁজি তারে ত্রিভুবন কোণে
তাহার দেখা নাই
দিও তুমি আমার সমাধিতে
বকুল ফুলের মালা।।
তোমার শোকে পরান কাঁদে
ফোটে শিউলি ফুল
মোর জীবনের মধুর তিথী
কেঁদে কেঁদে আকুল
এ জনম স্মরণ করে তারে
ঝরে বনফুলের মালা।।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন