আইনুল হক

কবিতা - আমার মন কান্দে রে

লেখক: আইনুল হক

আমার মন কান্দে রে
পরান বধু মানেনা।
এতো বোঝাই এতো জানাই
হৃদয় দুয়ার তবু খোলে না।।

কত স্মৃতি মনে করায়
কত শত সুখে ভরাই।
সে যে তবু মনে করে না।।

কত ব্যথা জমে যে মনে
মেঘ হয়ে বৃষ্টি ঝরে তবু
তার বুকে ঝড় ওঠে না।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন