আমার মুখের, বুকের আশা
যত্তরকম আশা, তোমায় ভালবাসা
আমার মনের আশা।
এই আশাতে বেঁচে থাকি
তোমায় নিয়ে ভাবি,
করুন সুরে কন্ঠে তুলি
স্বপ্নজায়ের দাবি।
এই দাবিই আমার ভাষা
আমার সকল আশা।
নানান ভাষায় নানান সুরে
তোর শেখানো বুলি,
হৃদয় ভাঙ্গার বাণী বুকে
করছে শুধুই কোলাকুলি।
সকল ভাষায় সকল কিছু
লিখছি সকল স্মৃতি।
রোদের ঝিলিক আঁধার মাঝে
যেন কান্না ব্যাথার ইতি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন