আইনুল হক

কবিতা - অচেনা পথিক

লেখক: আইনুল হক

চেনা সুরে অচেনা পথিক
শুধু গেয়ে চলে প্রেম গীতি।
সে গানে আশায় ভোরে ওঠে প্রাণ
ভেসে ওঠে মনে হারানো স্মৃতি।।
কুরে কুরে মারে করুণ সে সুর
প্রাণের গভীরে বেদনা – বিধুর।
প্রভুর প্রেমে হায় ফিরে যেতে চাই
হঠাৎ এ মনে আশার বীথি।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন