আইনুল হক

কবিতা - অথৈ জলে তীর

লেখক: আইনুল হক

প্রেমের ভাষায় বিশ্বজাগে যে পদে
ধুলায় চূর্ণ খ্যাতি সত্য সুনিবিড়,
বিশ্বজুড়ে ধন্য, ধন্য আমার প্রেম
খুঁজে পেল তোমার বুকে নীড়।

হলো তোমার মনে আধো বোলে
আধো পরিচয়
কত মায়ায় আশায় আদর মাখা
মনের বিনিময়।

এই জীবনের,চিরদিনের তরে
শান্তি সুখের নীড়।

তুমি যতই দূরে যাও না কেন
সেটা কিছুই নয়,
আমি বাঁধা ওই তোমার বুকে
সেথা শান্তি সুনিশ্চয়।

এই ভুবনের চিরকালের, আমার-
অথৈ জলে তীর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন