মনের যত চাওয়া-পাওয়া
হন্যে হয়ে আঁকি,
সবার সেরা প্রিয় আমার
ওহে প্রাণ পাখি।
মনের গহীনে সকাল দুপুর
হাজার ভাষায় গেয়ে যাব
তেমন বোকা রই।
গরব আমার তোমার আশা
তোমার মুখের বোল,
জোনাক এলো সন্ধ্যা হলো
ভাঙলোনা তোর ভুল।
মনের কোণের কান্না-হাসি
আজ বাহিরে লুটায় সব
কাতর মনে সই।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন