আইনুল হক

কবিতা - ভালোবাসার সাধ মেটে না

লেখক: আইনুল হক

তোমায় যদি নাইবা পেলাম আমি
তুমি হলে যে সোনার চেয়েও দামী
এজীবনে কি আছে আর চাওয়ার
তুমি হলে বিধাতার সেরা উপহার।

আমাকে আমি হারিয়েছি তোমার মাঝে
তোমার ব্যথা শেল সম এ বুকেতে বাজে
দুনিয়ার সব অধিকার ছেড়ে দিতে পারি
তোমার প্রেমের দাবী আমি কেমনে ছাড়ি
জীবনে-মরণে চিরকাল তুমি যে আমার।

এক জনমে ভালোবেসে এই প্রাণে
ভালোবাসার সাধ মেটেনা
তোমারে ছাড়া আমার এই জনমে
একটি প্রহর ও কাটে না
পলকবিহীন চোখে তারে দেখি বারেবার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন