প্রেমের জন্য প্রাণ দিয়েছে
এমন প্রেমিক হয়।
বইয়ের পাতার হরফ জুড়ে
তাহার পরিচয়।
কাব্যগানে যাহা লিখি
বিপুল কলরবে,
যাহা দেখি যাহা আঁকি
এই তোমাতেই সবে।
বাংলা বইয়ের পাতা জুড়ে
আমার পরিচয় ,
আমার যত স্বপ্ন বোনা
ঘুচায় যত ভয়।
তোমার তরে জীবন করেই
বিলীন অবশেষে,
থাকলো না আর লেনাদেনা
দুঃখ-শোকের দেশে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন