আইনুল হক

কবিতা - দুরান্ত আঘাত হানে

লেখক: আইনুল হক

দাউ দাউ করে জ্বলছে মন
জ্বলছে যখন প্রাণো
বুকে তখন হাতুড়ি দিয়ে তুমি
দুরান্ত আঘাত হানো।

মরমে মরছি তবু মুখে বুকে
ঐ ভালোবাসার গান
আমাকে আজ কবর দিতে
নিঠুর আঘাত হানো।

বুকে আঘাত হানলো যারা
আমার প্রাণের প্রিয় তারা
এই জীবন তুচ্ছ করে দিল
এভাবে ভালোবাসার দাম।

সেই পরানে আজকে যারা
আনন্দে হলো আত্মহারা
গায় কি কভু বলতে পারো
আমার গাওয়ার মত গান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন