তুমি আমার মুখের ভাষা
মধুর বাণী গলার হার,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
মধুর পরশ তার।
মধুর মধুর কথা বলি
কাঁদি, হাসি আর –
কাব্য লিখি, গান লিখি
হৃদয় ভাঙ্গা সুরে ,
তুমি আমার প্রাণের আশা
সারা জগত জুড়ে।
তোমায় নিয়ে পড়ি লিখি
যত গল্প-উপন্যাস,
তোমায় নিয়ে গানের মালা
সাজাই সারা মাস।
আমার প্রাণের দরদ মাখা
হৃদয় ছোঁয়া কত আশা,
লক্ষ বছর বিশ্ববাসী করবে-
স্মরণ,স্নিগ্ধ এ ভালোবাসা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন