জীবন হলো নিকষ কালো
যেন অমাবস্যার রাত
গর্জে ওঠে আগ্নেয়গিরি সম
তোমার বজ্রকঠিন হাত।
জ্যোৎস্নাহীন রাতে উঠলে ক্ষেপে
হৃদয় খোঁচায় কাঠি
একটি কথাই শুনে আমার হৃদয়ে
রক্তে ভেজে মাটি।
হঠাৎ তুমি বধ্যভূমি এসে
নিদ্রাহীন রাতের কথা
নিঠুর তুমি বক্রহাসি হেসে
গুঁড়িয়ে দিলে মাথা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন