নিবেদন
তোমার তরে গদ্য লিখি
তোমার তরে পদ্য
নানান ভাষায় ছড়া লিখি
তোমার তরে এ নিবেদন হৃদ্য।
আমার পরাণ লাফায় খালি
ফরিদপুর নোয়াখালী।
যাওয়ার লাগি তালিবালি
আদর-সোহাগ গলাগলি।
কত হাজার স্বপ্ন আসে
লক্ষ কোটি গল্প।
সবকিছু যায় কি বলা
তাই লিখিলাম স্বল্প।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন