ও আমার বন্ধু তোমরা শোনো
আমি আর ভালোবাসবো না
প্রেমের সুখ আর পাইতে চাইনা
আমার পরানে সহ্য হয়না প্রেমের যন্ত্রণা ।
ও আমার বন্ধু তোমরা শোনো
কি প্রেম করলাম রে মানুষ না চিনি
আমার দুঃখে ঝরে দুই চোখ ফেটে অঝরে পানি সারাদিন রাত আমার মনে দেয় যে কুমন্ত্রণা।
ও আমার বন্ধু তোমার শোনো
আমি আর ভালোবাসবো না
আমি স্বপনে তার সনে বাঁধিব না ঘর
প্রেমজ্বরে মরে যাব আমার মনে হইছে ডর
ও আমার বন্ধু পরানে আর সহেনা প্রেমের লাঞ্ছনা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন