আইনুল হক

কবিতা - স্মৃতি

লেখক: আইনুল হক

ফাগুন মাসের ১১ তারিখ
আমার প্রাণে আগুন
আহাদ মিয়া নিয়ে এলো
আগুন জ্বলা ফাগুন।

পলাশ শিমুল ফুল ধরেছে
ওই প্রকৃতির মাঝে
কোকিল পাখি গান ধরেছে
সকাল দুপুর সাঝেঁ।

গাছগাছালি সব উঠছে ভরে
ফুলে ফলে পাতায়
দোয়েল কোয়েল ময়না টিয়া
আমার দোর গোড়ায়।

কিন্তু বিদঘুটে সব স্মৃতি নিয়ে
বসন্ত এলো ফিরি
ভাঙ্গা ছেড়া আর রক্তে ভেজা
স্বপ্নগুলো আমি ভুলতে পারি?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন