তোমার দু নয়ন যদি হয়
আমার সুখের ঠিকানা
ভালোবেসে কভু তুমি
আমাকে একা রেখো না।
মধুর আহ্বান চলে গেলে হায়
সে যে অচেনা গান গায়
এমন মরণ খেলা নিয়ে
কেউ কখনো সুখী হয় না
ভালোবেসে কভু তুমি
আমাকে একা রেখো না।
স্মৃতির পাতা শুধু জাগে প্রাণে
পরিচয় মুছেনা সকলে জানে
ললাটের মাঝখানে থাকে
তোমাকে চেনার আয়না
ভালবেসে কভু তুমি
আমাকে একা রেখো না।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন