আইনুল হক

কবিতা - উদাসী পাখি

লেখক: আইনুল হক

আমার এ হৃদয় আজি হলো উদাসী পাখি
মন শুধু অকারনে এলোমেলো দেখি।
হৃদয়ে দোলে আজি প্রীতি সোহাগে
কত কথা আজ মনে জাগে।

অচেনারে চিনে এলো স্বপন হয়ে
নিজেরে উজাড় করে দেয় ভালবেসে
ভীরু ভালোবাসা ফুলের সুরভী ঢেলে
অন্তর ছেয়ে গেল দারুণ অনুরাগে।

কাছে এসে তুমি নিলে আমার ব্যথা যত
ভালোবাসা দিলে তুমি হরিণীর মত
এ জীবন এতো মধুর কভু ভাবিনি আগে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন