আকাশের সীমানায় আজ ছাইফুল ফুটেছে,
রোদ্দুর তার গায়ে পুড়ে মলিন স্বর্ণরেখা।
শীতল বাতাসে ভেসে আসে কার অদেখা নিশ্বাস,
বাতিঘরও জানে না— কে ডাকছে দূরের তরঙ্গে।
বৃষ্টিধোয়া অশ্বত্থতলায় কালি-মাখা ছায়ারা
রাতের স্বপ্নের মতো কেঁপে কেঁপে ওঠে।
জলছাপের মতো মুছে যায় চেনা মুখ,
রেখাপত্রের মতো ভেঙে পড়ে প্রতিশ্রুতির স্তম্ভ।
দিগন্তের ঘরে জমে থাকে অতীতের ধুলো,
যেখানে ছাইফুলেরা জন্মায় ক্ষত-বুকে।
একদিন এই ভোরও ভেসে যাবে,
শুধু কালি হয়ে রবে স্মৃতির শেকড়ে।

২২
মন্তব্য করতে ক্লিক করুন