কবিতায় কি লিখি তোমাই
অভিজিৎ হালদার
কি লিখি কবিতায় তোমাই
মন বলেনা লিখতে কিছু
শুধু মরি আমি সাহিত্যর ভাষাতে
মন বলেনা তোমারে দেখতে
তবু কেন চোখের কোণে জল ঝরে।
আজ এক নাম না জানা কোনো এক কবিতা
খুঁজতে চাই তোমারি হৃদয়
তোমার মনের সঙ্গি হয়ে
ডুব দেবো প্রেমের সাগরে।
আকাশ যখন তোমার চোখে
ভালোবাসা তখন তারার দেশে
মেঘ হয়ে জমে থাকা রাগ
বৃষ্টি এসে ঝরিয়ে দেয় অনুভব।
তোমারে না পাওয়ায় বাসনা
তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমারে
বিস্ময়ের এক উদাসীন রাতে
কষ্টের ঝোড়ো বাতাস
প্রশ্ন লিখে যায় আমার কাছে;
জেগে আছে শুধু কবিতার পাতা
উত্তর দিয়ে যায় কিছু ভালোবাসাতে।
নিভে যাওয়া কত আলো
টেনে দেয় অন্ধকারের রেখা,
নিরাশার বেদনার স্রোত
জীবনকে নিয়ে যায় কেড়ে।।
মন বলেনা লিখতে কিছু
শুধু মরি আমি সাহিত্যর ভাষাতে
মন বলেনা তোমারে দেখতে
তবু কেন চোখের কোণে জল ঝরে।
আজ এক নাম না জানা কোনো এক কবিতা
খুঁজতে চাই তোমারি হৃদয়
তোমার মনের সঙ্গি হয়ে
ডুব দেবো প্রেমের সাগরে।
আকাশ যখন তোমার চোখে
ভালোবাসা তখন তারার দেশে
মেঘ হয়ে জমে থাকা রাগ
বৃষ্টি এসে ঝরিয়ে দেয় অনুভব।
তোমারে না পাওয়ায় বাসনা
তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমারে
বিস্ময়ের এক উদাসীন রাতে
কষ্টের ঝোড়ো বাতাস
প্রশ্ন লিখে যায় আমার কাছে;
জেগে আছে শুধু কবিতার পাতা
উত্তর দিয়ে যায় কিছু ভালোবাসাতে।
নিভে যাওয়া কত আলো
টেনে দেয় অন্ধকারের রেখা,
নিরাশার বেদনার স্রোত
জীবনকে নিয়ে যায় কেড়ে।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন