পাপের নগরে মহারাজ রূপে
আছি আমি সর্বদা,
করিয়া করিয়া পাপও কাজ
কলুষিত মোর অন্তরা।
গোনার পাহাড় করিয়া মম
উঠিয়াছি উচ্চ চূড়ায়,
যদি তুমি মাফ না কর
যাবো আমি কার ধারায়?
জানিয়াও প্রভু পরিণাম তার
শামিল ছিলাম সেই কাজে,
এমন পাথর করিয়াছি হৃদয়
এখনও লাগে না লাজে।
শেষ আবেদন এক যায়গায়
তোমার বন্ধুর তরে যথা;
নবীজীরো উম্মত জানি
করিও মোরে ক্ষমা।

মন্তব্য করতে ক্লিক করুন