জীবন রাহে লঙ্গিতে হলে
পড়িবে হিংসার রষাণলে—
দেহে আছে প্রাণ
মেরে দেবে বাণ
জিন্নাত হোক কিংবা মানুষ শয়তানে।

মেধাবী আদবী পরহেজগারি
রুষে পড়ারো কারণ,
দুষ্টু পাপী ঈর্ষায় মাথি
তোমায় রুখিতে করিবে বারণ।

চেষ্টা করিবে নষ্ট করিতে
তোমার সোনার পাল—
সব বিপদের খাট
ভাঙিয়া দিতে কাঠ
ধরিয়ো তোমার হাল।

পাপিষ্ঠ লোক খারাপ তার চোখ
দিয়ে দিবে কু-নজর,
বরবাদ করবে জীবন তোমার
ফলে বদ নজর।

ভাঙ্গিতেই হাল মাথিয়া আছে
তোমার ভবিষ্যত,
দুর্বার হয়ে এগিয়ে চলো
তোমার দর্শাউ হিম্মত।

উপড়িতে যাও ভীম তলোয়ার নিয়ে
সকল ভ্রষ্টের গিরিপথ,
তবে সাহল হবে তোমার রাহ
জীবনের সব পথ।

৩৪
মন্তব্য করতে ক্লিক করুন