খাঁচার বাইরে মুরগি ছেড়ে
শিয়ালের মুখে দাও পেতে,
এইটা দেখে শিয়াল কাকু
থাকবে কি আর ঘরে বসে?

শিয়াল কাকু মুরগি খেয়েছে
নাক-মুখ তোমার রোষ,
ছেড়ে দেওয়ার সময় কি তোমার
ছিল না ভাই হুশ?

আকিল তার খাবার পেয়েছে
সে তো বড়ই খুশ,
এখন কেন অপবাদ দাও
শিয়ালের সব দোষ?

যবে যেটা যখন করো
রাখিও সাথে হুশ,
না হয় শিয়াল এসে ভাগ বসাবে
দেখাবে কারে রোষ?

৩০
মন্তব্য করতে ক্লিক করুন