দেখো বিশ্ববাসী
মজলুম হয়ে প্রাণ দিতেছি
আমরা গাজাবাসী।

দেখো মুসলিম শাসকরা
গুলি খেয়ে অনাহারে
মরছে গাজার শিশুরা।

দেখো চেয়ে ইউN
মাতৃভূমি ত্যাগিতে বাধ্য
করিতাছে ওই ইজরাL

ওহে (পুনঃ) ইউনাইটেড ন্যাশন
অন্যায় দেখে চুপ করে বসা
এটা কি তোমার ফ্যাশন?

অধিকার আদায়ে করছে লড়াই
বীর মোজাহিদ ওই হামাস
তাদের উপর ট্যাগ লাগাইছো
উগ্রবাদী জঙ্গিবাদ।

তবে শুন শুন মানবসভ্যতা!
কাল হাশরে পেয়ে যাবো মোরা
ফিরদৌসি নুযুলা।

পরে পড়বো
২৮
মন্তব্য করতে ক্লিক করুন