চলতে গেলে রাস্তা-ঘাটে—
পাহাড় সমান কষ্ট পাবে!
কাটার ছলে রক্ত ঝড়বে!
দুষ্টবিচ্চু কাপড় দিবে!
সারা দেহ ব্যথায় ছুবে!
তবু— থামিবে না চলার পথে;
একটি বাণী রাইখো মনে;
জীবন নায়ে চলার পথে—
ধাক্কা খেলে গতি বাড়ে।

৫৬
মন্তব্য করতে ক্লিক করুন