হে নব যৌবন পাওয়া
টগবগে জোশিত জোয়ান!
ছিনিয়ে আনো দূরদ্বীপ থেকে
বিজয়ের ঐ নিশান।
সময় এসেছে করিতে লড়াই
জীবনের এই পথে,
মনোবল নিয়ে সামনে এগো
হারয়ো না কারো সাথে।
পানিহীন এই মরুভূমিতে
জল দিবে না কেহ,
নিজেই জল আনতে হবে
খনন করে কুপও।
এদিক সেদিক না থাকিয়ে
জীবন তোমার গড়,
পথে পাবে যত বাঁধার প্রাচীর
টান দিয়ে তা ছিড়ো।
জ্ঞান,ধ্যান আর ধ্যর্য দিয়ে
বানাও উদারতার পিঞ্জির,
সাহস নিয়ে ভেঙে ফেলো সব
গোলামীর জিঞ্জির।

মন্তব্য করতে ক্লিক করুন