একটু খানিক তন্দ্রাতে সে
একটু খানিক জেগে,
বুকের কাছে হাতটি ছিলো
হঠাৎ সে উদ্বেগে
বোললো তোকে বোললো যে নেই
নেই!
একটু খানিক ক্রন্দনে আর
একটি খানিক মনে
তন্দ্রাতে সে বিভোর ছিলো।
হঠাৎ সে উদ্বেগে
বোললো তোকে বোললো যে নেই,
নেই!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন