আফরোজ মেহরুবা

কবিতা - একেকটা দিন

আফরোজ মেহরুবা

একেকটা দিন
______________

একেকটা দিন নষ্ট হয়
পথিক পথভ্রষ্ট হয়
সন্ধেবেলা কবরখানায়
গাছের ছায়া মস্ত হয়।

একেকটা দিন নষ্ট হয়
সূর্য যখন অস্ত হয়
নেহাত নোনা জলের কাছে
কাজল অপদস্থ হয়

একেকটা দিন চায় না কারণ
অকারণেই কষ্ট হয়।

(সংগৃহীত)

পরে পড়বো
৪০৪
মন্তব্য করতে ক্লিক করুন