এমনতো কথা ছিল না।

তুমি যদি কবিতা হও, আমি এমন কেনো?

জীবনের দাবাঘরে অনেক তো হল মিথ্যে আহরণ

আমার অনেক ইচ্ছে করে অনন্ত নগরে যাত্রা করতে
চারিদিকে মনহীন মানুষ আর মানুষ, চেয়ে দেখি
কেন যেন আমি বড় বেমানান এখানে
হলদে পাতার উপন্যাস ছিল, ছিল স্বপ্নের কাব্য
সেখানে ফরমালিন যুক্ত জাতি দিল অভিশপ্ত উপহার

অবেলার বৃষ্টিতে ভিজে ভিন্ন মানচিত্রে আমি
কোথায় স্বপ্নের মত সুখ হবে তা নিয়েও চলে অহেতুক ঝগড়া

যেকারণে আমি বরাবরই নিচু তলার মানুষ
যেন, অতৃপ্ত মৃত্যুর স্বাদ পেয়ে একজন
মুক্তির কাঠগড়ায় দাঁড়ায়
আসলে শেষ ঠিকানা কোথায়?

নির্বাক পথিক আমি –
বিলুপ্ত হাসি নিয়ে এইতো আছি বেশ
শুধু আসা যাওয়ায় কিছুই নেই আমার

ঘুমহীন রাত জেগে থাকে একা একা
দক্ষিণের জানালায় বসে থাকে
মধ্য রাতের পিপাসা।

৪০৭

প্রকাশিত মন্তব্য গুলো

  1. কবিতা ও কবি এক নয়। জীবনের অর্জন ও মানব প্রকৃতি ঠিক তাই। মানুষের আসল ঠিকানা ও তার ভূখন্ডগত অবস্থানে হতবাক কবি ও তার বর্তমান অবস্থা।
    _নির্বাক পথিক

মন্তব্য করতে ক্লিক করুন