এ কে দাস মৃদুল

কবিতা - গণতন্ত্রের ফেরিওয়ালা

লেখক: এ কে দাস মৃদুল

এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে নানান প্রকার পুষ্ট-অপুষ্ট গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
পাড়া মহল্লার সবজি মাছের ফেরি নয় জনাব,
জীবন ঘষে ঘষে নেয়া সুস্থ অসুস্থ গণতন্ত্র।
জগদীশ্বর আমি, গণতন্ত্রের ফেরিওয়ালা;
ফেরি করি দ্বারে দ্বারে পথে পথে,
লঞ্চ ঘাটে বাজার হাটে,
অফিস পাড়া আদালতে, সংসদের চত্বরে;
ঝুড়ি নিয়ে বসে পড়ি ব্যস্ত কোন ফুটপাতে,
কখনো বা বাস রেল বন্দরের টার্মিনালে,
যখন খুশি অনায়াসে ফেরি করি সবখানে।

এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে জন জনি জনার্দনের দাঙ্গা ফেসাদের গণতন্ত্র,
আইসিইউ তে দুদিন ধরে মৃত রোগী রাখার গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আছে শোষিত কৃষক শ্রমিক জেলে তাঁতির গণতন্ত্র,
ব্যর্থতার আঘাতে জর্জরিত প্রেমিক-প্রেমিকার প্রহসনের গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আগে এলে আগে পাবেন, ফুরিয়ে গেলে পাবেন না;
এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে সরকারি দল বিরোধী দলের হানাহানির গণতন্ত্র,
মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো ধর্ষণকারীর গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আছে আমলাতান্ত্রিক নির্যাতনের রোষানলে পরা আম জনতার গণতন্ত্র,
বিচ্ছিন্ন দিশেহারা উগ্র জঙ্গিবাদী সর্বহারার গণতন্ত্র।

এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে শিক্ষক নামের কলঙ্কিত শিক্ষকের ছাত্রী ধর্ষণের গণতন্ত্র,
সন্তান হারা মায়ের বুক ফাটা আর্তনাদের গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আছে ব্যাংক লুটেরাদের অর্থ আত্মসাতের গণতন্ত্র,
কোলে বসিয়ে সাম্রাজ্যবাদীদের চা খাওয়ানোর গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আগে এলে আগে পাবেন, ফুরিয়ে গেলে পাবেন না;
এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে ডিআইটি অনুমোদিত তস্কর প্রকৌশলীদের গণতন্ত্র,
সন্তান দানের নামে ভণ্ড পীর ফকিরের নারী ভোগের গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আছে ব্যবসায়ীদের ফরমালিন যুক্ত ভেজাল পণ্যের গণতন্ত্র,
আদালত প্রাঙ্গণে আইনজ্ঞদের হানাহানির গণতন্ত্র।

এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে ভূমি দস্যুদের ভূমি দখলের গণতন্ত্র,
বেকারত্বের অভিশাপে বখে যাওয়া নেশাখোরদের গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আছে প্রশান্ত মহাসাগর থেকে বঙ্গোপসাগরীয় নীলনকশার গণতন্ত্র,
পাঁচ বছর পর পর মূল্যহীন ভোটাধিকারের গণতন্ত্র,
গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
আগে এলে আগে পাবেন, ফুরিয়ে গেলে পাবেন না;
এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
ভাবছেন জনাব এতো সবই অসুস্থতায় ভরা ভ্রষ্টাচারীর গণতন্ত্র,
অক্লেশে আমায় মার্জনা করবেন জনাব,
আছে আছে নির্ভেজাল শতভাগ খাঁটি সুস্থতায় ভরা গণতন্ত্র,
সেটা শুধু মায়ের কোলে নিষ্পাপ শিশুর দুগ্ধ পানের গণতন্ত্র।

গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
আছে জীবন ঘষে ঘষে নেয়া ফেনিল অর্বুদ গণতন্ত্র।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন