এ কে দাস মৃদুল

কবিতা - স্বাধীনতা

লেখক: এ কে দাস মৃদুল

একটি নতুন প্রভাতের প্রতীক্ষায় ছিল আর্তমানবতা
আর নয় শোষকের অনার্যতা
গর্জে ওঠলো বাঙালির কণ্ঠে মুক্তির আকুলতা
আর নয় শৃঙ্খলিত পরাধীনতা
চোখে-মুখে ভেসে ওঠে বিদ্রোহের গভীরতা
আপন ভূখণ্ড পাওয়ার নিশ্চয়তা।
একটি পতাকা বদলের প্রতীক্ষায় ছিল মাধবীলতা
শুরু হলো যুদ্ধের অরাজকতা
নিথর দেহের কত রক্তাক্ত লাশের নীরবতা
ধর্ষিতার মননে আত্মহত্যার প্রবণতা
রক্তের প্লাবনে সমগ্র দেশে শোকের বিষণ্ণতা
তবুও বাঙালির নেই জড়তা।
একটি আপন দেশের প্রতীক্ষায় ছিল জনতা
বাড়তে থাকে বাঙালির সফলতা
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধাবসানে পেলো পূর্ণতা
উড্ডীয়মান পতাকায় নতুন ক্ষমতা
ভূমিষ্ঠ হলো বাংলাদেশ জড়িয়ে মায়ের মমতা
এভাবেই অর্জিত আমাদের স্বাধীনতা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন