আমি বেকার বলে, তাই হয়তো নেই কোন দাম,
কাগজের সনদ পকেটে তবু নেই কোনো নাম।
শুনেছি কত তিরস্কার, হারিয়ে ফেলেছি সম্মান।
মুখের হাসি মুছে যায়, আত্মবিশ্বাস যে হারায়,
চারপাশে কেবলই প্রশ্ন“তুই কিছু পারিস নাই?”
আমি বেকার বলে, ভুগি বিষন্নতার জ্বরে,
প্রতিদিন, ভেঙে পড়ি সীমাহীন এক ভারে।
হৃদয়ে জমে মেঘের ছায়া বিষাদ কালো,
কেমনে বলি,আমি একেবারেই নেই ভালো।
আমি বেকার বলে, ঘরেও যে শান্তি নাই আর,
মায়ের চোখে জল, বাবার মুখে হতাশার ছায়া।
বন্ধুরা চাকরিতে, বড় বড় কথা বলছে যে তারা।
আমি শুধু আছি বঞ্চনা আর লাঞ্ছনা দিয়ে ঘেরা।
আমি বেকার বলে, প্রেমিকাও দূরে সরে গেল হায়,
চাকরি না পেলে, “বলে,সাথে থাকা কী আর যায়?”
প্রেমও যেন এখন হয়ে গেছে বাজারের সস্তা পণ্য!
যোগ্যতা মানে শুধু কী তবে অঢেল টাকার গন্ধ?
আমি বেকার বলে, আজ আমি হয়ে গেছি উন্মাদ।
কেউ কি জানে আমার হৃদয়ের গভীরের আর্তনাদ?
আমি বেকার বলে, সমাজও চেনে আমায় কম,
ডিগ্রি থাকলেও জোটে না সম্মান, আমাকে নিয়ে,
টানাটানি করাই যেন ওদের একমাত্র কাম।
সাক্ষাৎকার শেষে ফিরে আসি, আশায় ঝরছে ঘাম,
চাকরিটা আমার হয়ে যাবে কেউ করবে না অপমান ।
আমি বেকার বলে, শুনতে পাই এখন কম,
সমাজের কথা আর কানে বাজে না তেমন ।
আমি কাঁদি, চোখে দেখি ঝাপসা,
জীবনের রঙ গেছে মুছে, আছে শুধু নিরাশা।
আমি বেকার বলে, রাতগুলো নিঃসঙ্গ কাঁদে,
ঘুমায় না, জেগে ওঠে বারবার হৃদয়ের মাঝে।
আমি বেকার বলে, কবিতা লেখি আজ লুকিয়ে,
কাজের অভাবে যেন কলমই আমার একমাত্র সম্বল ।
আমি বেকার বলে, তবু হেরে যাইনি ভাই,
যুদ্ধ করছি প্রতিদিন, মাথা নত করিনি তাই।
এই সমাজ একদিন বুঝবে, আমাকে খুঁজবেই,
বেকার মানেই ব্যর্থ নয় এই সত্যটা তুলে ধরবেই।
মন্তব্য করতে ক্লিক করুন