আতাউর রাহমান

কবিতা - অন্ধকারের আলো

লেখক: আতাউর রাহমান

আমি হব অন্ধকারে আলো,
ঘুম ভাঙিয়ে দূর করবো যে কালো।
তারা যখন হারায় পথ,
আমি হব ভোরের রথ।

নিশি শেষে কুয়াশা কাঁদে,
নদী ঘুমায় গভীর বাঁকে,
আমি এসে ডাকব হেসে—
“আলো হয়ে সব দূর হটিয়ে!”

শুকনো পাতার ক্লান্ত গানে,
জাগবে প্রাণ নতুন টানে।
ঘুমের দেশে জ্বালাবো প্রদীপ,
আনব সকাল অন্য এক রঙিন রূপে।

সূর্য্যি মামা উঠবে জেগে,
রাতের আঁধার যাবে ভেগে।
আমি গাইব জাগার সেই গান,
আলো হব বিশ্বজুড়ান!

১৪২
মন্তব্য করতে ক্লিক করুন