আতাউর রাহমান

কবিতা - খাঁচা ভাঙার স্বপ্ন

আতাউর রাহমান

তুমি যদি হঠাৎ
সমুদ্রের ঢেউয়ের শব্দে, আমার নাম উচ্চারণ করতে,
বা ধরো, পথের ধুলোয় হোঁচট খেয়ে
আমার হাত শক্ত করে ধরতে,
তাহলে বুঝতাম,
আমার এ পৃথিবীতে এখনও কিছু বেঁচে থাকার কারণ আছে।
বছরের পর বছর শরতের সাদা কাশফুল পেরিয়ে,
যদি একদিন তোমার হাসির গন্ধে ভিজে যেত আমার সকাল,
আমি বিশ্বাস করতাম,
আকাশের ওপারেও আমার জন্য রোদ জমে আছে।
তুমি যদি চাঁদের আলোয়,
আমার ক্লান্ত চোখে স্বপ্নের বীজ বুনে দিতে,
বা ধরো, বৃষ্টির ভেজা রাস্তায়
আমার সাথে কাঁদামাখা পায়ে ছুটে যেতে,
তাহলে বুঝতাম,
আমি মুক্ত পাখি, যার ডানায় কেবল তোমার ছোঁয়া।
তোমার কষ্ট যদি আমার বুকে আশ্রয় নিত,
আমার নীরবতা যদি তোমার চোখে শান্তি হয়ে ফিরত,
বিশ্বাস করো,
সেদিন আমি খাঁচা ভেঙে উড়ে যেতাম,
তোমার আকাশে,
যেখানে বন্দিত্ব মানেই
শুধু তোমার ভালোবাসায় আটকে থাকা ।

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন