তুমি কি আমার হবে,
যেভাবে সকাল চায় রোদের উষ্ণতা
যেভাবে পাখি খোঁজে আকাশের বিস্তার,
তেমনি আমি খুঁজি তোমার নিঃশব্দ ভালোবাসা।
তুমি কি আমার হবে,
জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি ক্লান্ত বিকেলে?
যেখানে তোমার হাতটা চেপে ধরা মানে
সব দুঃখ মুছে একটুখানি শান্তি পাওয়া।
তুমি কি আমার হবে,
চাঁদের মতো নরম, বাতাসের মতো ধীর?
আমার সব না-পাওয়া স্বপ্নে
তুমি এসে ভরে দেবে রং ও ছন্দ?
তুমি কি আমার হবে,
একটি গল্পের মতো, যা শেষ হয় না কোনোদিন?
হয়ত ঝড় আসবে, পথ হারাবো,
তবুও হাত ছাড়বো না-এই প্রতিজ্ঞা নিয়ে?
তুমি যদি বলো, “হ্যাঁ”,
আমি জীবনকে এক নতুন নাম দেবো,
“ভালোবাসা।”
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন