আজ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন

শিরোনাম: আজ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন

আলোচক: সাহিত্য বার্তা

কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৭ সেপ্টেম্বর। ১৯৩৪ সালের এইদিনে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

তার উল্লেখযোগ্য কয়েকটি বই ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি’, ‘যুগলবন্দী’, ‘হঠাৎ নীরার জন্য’, ‘রাত্রির রঁদেভূ’, ‘শ্যামবাজারের মোড়ের আড্ডা’, ‘অর্ধেক জীবন’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অর্জুন’, ‘ভানু ও রাণু’, ‘মনের মানুষ’ ইত্যাদি। শিশুসাহিত্যে তিনি ‘কাকাবাবু-সন্তু’ নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা।

সুনীল গঙ্গোপাধ্যায়ের সকল কবিতা পড়তে এখানে ক্লিক করুন
সুনীল একদিকে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার আবার অন্যদিকে ছিলেন সম্পাদক ও সাংবাদিক। কলামিস্ট হিসাবে অজস্র লেখা উপহার দিয়েছেন তিনি। তবে কবিতাই ছিল তার প্রথম ভালবাসা। তার বইয়ের সংখ্যা দুই শতাধিক। প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’। প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’। পরিণত বয়সে এসে লিখেছেন ‘সেই সময়’, ‘প্রথম আলো’ অথবা ‘পূর্ব পশ্চিম’ এর মতো মডার্ন ক্ল্যাসিক।

তিনি ২০১২ সালের ২৩ অক্টোবর সুনীল মারা যান।

এখন পর্যন্ত ডিসকাশনটি পড়া হয়েছে ৫১ বার
যদি ডিসকাশনটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন