জানিনা কেন ভালো লাগেনা
এই সুরভিত সন্ধ্যা।
ফুলের সুবাস পুবের হওয়ায়
দিয়ে যায় কোন অজানা বেদনা।
করা যেন ছিল অতি আপন
রয়েছে হৃদয়ের গোপন ডোরে
না জানি কোন সুরে
অব্যক্ত ব্যাথায় তারা ডেকে যায় মোরে।
স্থির নীড় কল্লোলের মতো
দুলে দুলে ছুঁয়ে যায় স্মৃতির দোলায়
নাই কোন চিহ্ন তাদের হেথায়
তবুও আছে ভরিয়া হৃদয়।
25/6/23
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন