Amarendra sen

কবিতা - অদৃশ আনন্দের দৃশ্য মুরতি

লেখক: Amarendra sen

তরুর আনন্দ উচ্ছাস কুসুমে বিকাশে
ভোরে যায় চারিদিক মধুর সুবাসে।
দিক হতে ছুটে আসে অলি
বিহঙ্গ এসে করে কলকাকলি।
এ বিশ্ব হিয়ার অনন্ত সলিলার
নব হিল্লোল আনন্দ আশে
অশেষ বিচিত্র রূপ লাবণ্য রাজে
নব নবীনে প্রতিক্ষনে উদ্ভাসে।
বিশ্বের যা কিছু সবই
সেই আনন্দের উতক্ষেপে প্রকাশে
অদৃশ আনন্দের দৃশ্য মুরতি
যেন সাগরের বুকে বিন্দু সম ভাসে।
12/4/24

১৬০
মন্তব্য করতে ক্লিক করুন