কে তুমি আমার আপনা, বলো না?
মন খোঁজে তোমারে নয়ন দিয়ে বারে বারে,
কোথা আছো গোপনে— ওগো আমার আপনা।
সবার মাঝে তোমারে খুঁজি,
নয়ন ভাবে পেয়েছে বুঝি ;
তোমারে খুঁজি ধরা পারে,
থাকো তুমি মনের আঁধারে—
আপনি এসে ধরা দাও না।
হৃদয় তোমারে ভালোবাসে,
তোমার তরেই কাঁদে হাসে;
নয়ন তোমায় খুঁজে পায় না।
মোহের ঘোরে মাতাল করে রেখেছ মোরে—
যা নিয়ে বাঁচি, খুশি হতে চাই হৃদয় ‘ পরে,
সবই মিথ্যা লাগে তোমায় স্মরে কেন বলোনা-
সত্য নয়কো আমার মুখের হাসি-এ এক ছলনা?
৪৮

মন্তব্য করতে ক্লিক করুন