আমি অধরা ছায়া স্বপ্নের মায়া
নিশির স্বপনে ধরার গোপনে,
মনের মাঝে ফোটাই ফুল ;
মেলেনা যাহা চাহি এ ভুবনে
আশা বাধে বাসা মনে মনে
গোপনে হৃদয় হয় আকুল।
জাগরণে যাহা কিছু চেয়ে মনে
মেলেনা তোমার পাষান ভুবনে
লহমায় দিয়ে যায় আমার কুহক মায়াবী হর্ষ
ঘুমের দেশে স্বপ্নের বেশে দিয়ে ছায়া স্পর্শ ।
আলেয়ার মতো আমিও অধরা মায়াবী
ঘুমঘোরে বোঝেনা কেহ আমি যে ছবি
আমারে পেয়ে সবাই কাঁদে হাসে
ওঠে গান গেয়ে,
যবে রাতের আঁধারে মুদে যায় আঁখি
নিশির স্বপন বেয়ে।
ধরণীর কেহ পারেনা বুঝিতে
যখন নিশিতে ঘুমে নিঃঝুম ,
যে যেমন যাচে হৃদয় মাঝে
ফুটাই আমি মায়ার কুসুম।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন