Amarendra sen

কবিতা - আমি অপরিবর্তনীয়

Amarendra sen
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

এসেছিলো যারা ধরনীর নীড়ে
চলে গেছে তাঁরা একে একে ফিরে,
আর আছে যারা আশা লতা দোলে
হয়তো কালই তাঁরা যাবে ফিরে চলে।
মিছে ভাবনা, যে যায় যাক ফিরে
রয়ে যাবো আমি এই সুখের নীড়ে ,
কত কল্পনা সবাই করে রাখে মনেতে,
কি করে কাটবে জীবনের দিন আগামীতে।
রবেনা আজকের সোনালী দিন
যা কিছু লাগে ভালো নতুন নবীন,
হোকনা সুন্দর সবকিছু আজকের চোখে
দিতে হবে বিদায় ব্যাথা আর শোকে।
যারে নিয়ে চলি যারে নিয়ে বলি
যার সাথে আমার নিবিড় সুখ দুঃখ হাসি,
প্রিয়তমর চেয়ে প্রিয় যে অনেক বেশি
এই আমার দেহ যাকে এতো ভালোবাসি,
হয়তো হঠাৎ কাউকেই কিছু না বলে
শুধু মন নিয়ে একদিন যেতে হবে চলে ;
নিষ্প্রাণ ছবি হয়তো ঝুলবে কিছুদিন
ভালোবেসে রাখা ঘরের দেওয়ালে,
তারপর সব যাবে চলে বিস্মৃতির অতলে।
চোখের পরে যা কিছু দেখি
প্রতিক্ষনে বদলে যায় নিরন্তর
শুধু রয়ে যাবো আমি মনের আয়নায়
অপরিবর্তনীয় চির যুগ যুগান্তর।

পরে পড়বো
৮৩৪

প্রকাশিত মন্তব্য গুলো

  1. মৃত্যুর জন্যই মানুষের জন্ম। মৃত্যুর পরও মানুষ বেঁচে রয়।
    খুব সুন্দর উপস্থাপন। শুভেচ্ছা কবিকে

    1. আপনার মন্তব্য অতি সত্য।
      ভালো থাকবেন শুভেচ্ছা রইল অনেক

মন্তব্য করতে ক্লিক করুন