ওগো জ্যোতির্ময়, খুলে দাও দ্বার
তব অমৃতের জ্ঞান-জ্যোৎস্নার।
মোর পিয়াসী হিয়া যাক প্লাবিয়া—
মুছায়ে অজানার অজ্ঞান আঁধার।
জাগে তৃষ্ণা ধরণীর মরু-পথ মাঝে,
জীবনের আধো আলো-সংকুল সাঁঝে;
ক্লান্ত হিয়া সহে না আর
ধরণীর বিরস জীবন ধার,
তব আলোকে ডুবিয়া পুরাইব
সকল তৃষ্ণা অমৃত-অন্বেষার।।
কবিতা - অমৃত-অন্বেষা
Amarendra sen
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
আধ্যাত্মিক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
৫৫

মন্তব্য করতে ক্লিক করুন