মর্তের নিরস জীবন
সরল সরস করে প্রতিক্ষণ ,
পার্থিব বস্তু হয় যথার্থ সুখময় –
যার পরশে ;
বাস্তবে মূল্যহীন –
অদেখা জলস্তরে যেন মীন ;
কিন্তু তারই ছোয়ায়
জীবন অর্থপূর্ণ হয় ,
হয়না কখনো ম্লান
যেন স্বর্গের পারিজাত অনন্ত সরসিত প্রাণ।
চেয়েছিলাম দিতে তোমারে
বনফুল সাথে গাঁথি মণিহারে,
নিতান্ত মূল্যহীন –
ফেলেদিয়ে তুমি অকতরে –
হয়েছ -দীনহীন ।
ধরণীর সম্পদ
নিরানন্দ নিরস, দেয় নাই সুখ,
যেথা হৃদয় অধরা ,
অনন্ত সম্পদ ধূলিসম
চির বিষাদমাখা দুখ।
পৃথিবীর ফুল ফল সম্পদ মাটি জল
মূল্যহীন হৃদয়বিনা অসাড় অসফল।
তোমারে চেয়েছিলাম দিতে
সেই অমূল্য ধন –
সুখের স্বর্গ করে আহরণ ;
জীবনের একান্ত অভিলাষা
হৃদয়ের সেই অমূল্য ভালোবাসা।
২৬

মন্তব্য করতে ক্লিক করুন