একটা সময় ছিল-আজকের ভাবনায়
সেটা ছিল যেন অন্ধকার যুগ,
লেখাপড়া এতবেশি সেই সময় ছিলোনা ,
ছিলনা এতটা প্রাচুর্যের সুখ;
এতো বেশি যত দেখি সব আজকের দিনে
ছিলোনা সেই পুরানো দিনে
কারো আছে এতোই সম্পদ এই পৃথিবীতে
আস্ত চাঁদ পারে কিনে নিতে ।
ছিলোনা এরোপ্লেন ছিলোনা দ্রুতগামী ট্রেন
আরামের কত উপাদান
উন্নত প্রযুক্তি সব তথ্য দিয়ে যায় ঘরে
সমস্যার হয় সমাধান।
মহাকাশ হতে কৃত্তিম উপগ্রহের চোখ
রাখে পৃথিবীর কোনে কোনে
জোছনার দেশে চাঁদে গিয়ে ফিরেছি এসে
অত্যাধুনিক মহাকাশ যানে।
এত কিছু করেছি এত কিছু ভাবছি মনে
(কিন্তু)বূঝেনি শুধু মানুষের মন
কি করে মানুষ সুখী হয় পূর্নতা পায়
তৃপ্তিতে ভরে এই জীবন।
ঘুটে আর কাঠের আগুনের উনানে রেঁধে
গোবর চন্দনের প্রসাধনে ,
চাঁদ জোনাকি প্রদীপের আলো আনেক ভালো
দিয়েছিল প্রণোদনা সুখ সাধনে ,
এম আই টি হারভার্টের উচ্চ শিক্ষা দিতে পারে নাই
গাছ তলার ধ্যানলব্ধ বেদের জ্ঞান ,
স্নান সেরে নদীর জলে শাল্মলীর শীতল তলে
আজ কিন্তু হয়না আর স্নিগ্ধ প্রাণ ।
এতো কিছু পেয়েছি সুখের আরো কত পাবো
(আজ )তবু চারিদিকে মনের অসুখ,
সেই অন্ধকার দিনে সব মানুষের মনে
মনে হয় ছিল অনেক বেশি সুখ ।

৮৩
মন্তব্য করতে ক্লিক করুন