আমায় এক প্রিয়জন বলেছিল আসবে,
আমার সাথে বসে প্রাণের কথা বলবে।
কিন্তু আর আসেনি,
আজও এলো না;
জানি না কোনোদিন আর আসবে কি না।
শুধু আমি মনে রেখেছি সেই কথাটি,
কেন যেন প্রাণ ছুঁয়ে গিয়েছিল—
প্রাণের সাথে কথা!
আমরা সবাই যে কথা বলি, সেটা কী তাহলে?
মন দিয়ে একটু গুছিয়ে নেই;
তবু যেন কথার মধ্যেও -কথা আছে—
সেটা মনে হয় প্রাণ-ঢালা প্রাণের কথা!
সেই কথা মুখ দিয়ে না বললেও বোঝা যায়।
আমি তার পথ চেয়ে ছিলাম;
আমি জীবনে প্রথম ভেবেছিলাম—
মানুষ প্রাণ দিয়ে, মন ছুঁয়ে, হৃদয় দিয়েও—
কথা বলতে পারে!
আমি প্রথম বিশ্বাস করেছিলাম জীবনে,
কিন্তু অনুভব করেও আজও সাধ পূরণ হলো না।

মন্তব্য করতে ক্লিক করুন