দুর্গতি নাশিনী মাগো অসুর প্রহারিনী
কেন তব অসি আজ ঝলসে ওঠেনি ।
মহিষাসুরেরা আজ হয়েছে বড় মোড়ল
সর্বদা দম্ভ তাঁদের পথে ঘাঁটে মন্দিরে ,
লুটতে সম্পদ কপট যজমান হয়েছে তাঁরা
দুষ্কৃতী চেলা সব মন্দির রাখে ঘিরে;
জন্মেছে শত শত শুম্ভ অশুম্ভ
রক্তবীজের থেকে অসুরের বংশ ,
তোমার শানিত অসি করেনা কেন
সমাজ দূষণকারী অসুরের ধ্বংস।
যারা সৎ সরল মাতৃ ভক্তি উচ্ছল
কম্পিত অজা যেন ভক্তিরে করে সম্বল,
অসুরের দল যেন পথে ঘাটে ক্ষুধার্থ হায়না
ঘরে বাইরে ভক্তরা বাঁচার কোন পথ পায় না।
তোমার ভীষণ করাল কৌশিকী শক্তি
সকল অসুরেরে কেন করেনা ছেদন
কালিকার ভয়াল পিপাসু লোল জিহবা
সকল রক্তবীজরে করে না কেন পান।

পরে পড়বো
৫০
মন্তব্য করতে ক্লিক করুন