Amarendra sen

কবিতা - বেড়ে ওঠার মূল

Amarendra sen

যে মাটির ‘পরে চারাগাছ
বেড়ে গিয়ে হয় মহিরুহ
যে মাটির শক্ত বাঁধনে
দাঁড়িয়ে থাকে বিশাল গৃহ ;
বেড়ে ওঠার সেটাই কিন্তু মূল ;
তার থেকে হয়োনা বিচ্ছিন্ন ,
নাড়ির যোগসূত্র করোনা খিন্ন
সমর্থ শালী সুস্থ জীবন হতে
আত্ম বিস্মৃতি মরণ স্রোতে,
করোনা ভেসে কালান্তক ভুল।
যত হোক বিশাল তরুরাজ
যতই থাকুক ফুলে ফলে ভরে
যদি কেবল দুর্বল তার মুল
ভেঙে পরে ক্ষনিকের ঝরে ,
এক ফুতে নিভে যায় জ্বলন্ত দীপ ;
যেজাতি বিস্মৃত নিজ ইতিহাস
কৃষ্টি সংস্কার গৌরবের মূল,
যে মানুষ ভুলে যায় আপনজন
পিতামাতা জ্ঞাতি নিজবংশ কুল,
খোলা দোর তাঁদের দক্ষিণ দিক!

২১৩
মন্তব্য করতে ক্লিক করুন