হয়োনা হৃদয় কভু নিরানন্দ
দুঃখে হয়োনা ম্লান ঝরা কুসুমের মতো।
আজ দুঃখের বাদল ছাইলেও
কাল বইবে আবার সুখের পবন সুমন্দ।
ফিরে ফিরে আসে বাড়ে বাড়ে
দুঃখ সুখ জীবনের দুই পারে
সুখেরে যেমন লাগেনা মন্দ
দুখেরে তেমনি বরিয়ো করিয়া আনন্দ।
সুখ দুঃখ এক নদীর দুই পার
এক হলেও যারে লাগে না ভালো
তারে পেয়ে লাগে দুঃখের কালো,
আর ভালো আনে সুখ মৃদু মন্দ,
ওঠে ভোরে বুক আপার আনন্দ,
তবু দুয়ের মাঝে তফাৎ কিছুই নাই ,
সুধু ভালো লাগা আর না লাগার ধন্দ
মেপে বলি তারে ভালো আর মন্দ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন