ভালোবাসার একটাই বর্ণ
গোলাপি হাসির রশ্মিছটা,
আর গন্ধ যেন মনের মাঝে
মধুর সুখের ঘন ঘটা।
সত্যি যদি ভালোবাসতে শেখ
জগৎ কত সুন্দর দেখো,
সবাই তোমায় বাসছে ভালো
নেই কোথাও দ্বেষের কালো।
ভালোবাসাতেই সৃষ্ট জগৎ
ভালোবাসাতেই সবাই বাঁচি,
দ্বেষ হিংসা পশ্রিকাতরটায়
বাঁচার সুখে লাগাম যাচি ।
যদি ভালোবাসতে পারো
দেখবে জগৎটাই তোমার ,
নইলে একা নিঃসঙ্গ জীবন
শুধুই দুঃখ ভরা হাহাকার।
চাঁদ বিনা ভেবে সবাইকেই দেয়
ভালোবাসার মধুর আলো ,
তাইতো দুষ্ট ভালো সবাই তারে
নির্বিচারে বাসে ভালো।

২৩
মন্তব্য করতে ক্লিক করুন