আমি ভালোবাসিনি তোমায়
শুধু আমার দুটি নয়নে দেখে।
হৃদয় যা’চায় সেই আলোর আভায়
চিনেছি তোমায় হৃদয়ে হৃদয় রেখে।
বোঝাতে পারিনা যা’কথায়
নয়নে যা দেখানো না যায় ;
অনুভবে শুধু যা’ বোঝা যায়
অনুরাগের চোখে নয়নে নয়ন রেখে।
যারে এই হৃদয় বোঝে
নয়ন শুধু তারেই খোঁজে
ধরণিতে হ্রিদয় তারে খুজে নেয়
খুশির আলোর জ্যোৎস্না মেখে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন