মানুষ ভাসা কাঠের মতো
ভেসে চলে চিরন্তন
জীবন নদে ,
গন্তব্য জানা আছে তানয়
সবাই চলে তাই চলা
অনুছন্দ পদে।
কেন এসেছি কোথায় যাবো
কোন পথ জীবনে চলার
কিসে পরমার্থ ,
সময় আছে কি একটু ভাবার
ভয় সুধু পিছিয়ে পরার
বালাই অর্থঅনর্থ ।
ভাসতে ভাসতে পৌঁছে যাই
যেথা হতে এসেছে সবাই
সেই অজানার পারে,
কেবল চির নিশিম নাম গোত্রহীন
আদেখা অস্তিত্ব বিহীন
আজানা অন্ধকারে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন