Amarendra sen

কবিতা - বন্দি সভ্যতার জালে

লেখক: Amarendra sen

এতো বৈভব অর্থ সম্পদ
আজিকের দিনে
ধনের দেবতা কুবেরকে কেউ
হয়তো নেবে কিনে।
তবুও দারিদ্র তবুও অভাব
মাগে সাহায্যের হাত
অপুষ্ট শরীরে নেই বস্ত্র
নেই পেটে ভাত।
অট্টালিকা বহুতল প্রাসাদ
কতশত বিরাজে
বন্দর নগরের প্রাণ অনুপম উদ্যান
আধুনিক সাজে
তবুও নাই মাথা গোজার ঠাঁই
পথে ঘটে রাত জাগে
রুগ্ন অসক্ত শিশু কোলে মাতা
আশ্রয়ে মাগে।
এতো বিদ্যালয় ন্যায়শালা
সরকারি অনুদান
তবুও ঘোচেনা দুখিনীর দুঃখ
পথশিশুর মুখ ম্লান
ঠাঁই নাই অশুচি শরীরের
হয়না যে স্নান।
চিকিৎসার কত নব আবিষ্কার
বিজ্ঞানের দান
তবুও রোগেভোগে ঝরে যায়
অকালে কতশত প্রাণ।
এসেছি ফিরে চন্দ্রলোক ঘুরে
মহাকাশে রেখেছি নয়ন
তবুতো পারি নাই বুঝিতে
মানবের মন।
কত নীতি রাজনীতি সমাজনীতি বিশ্বনীতি
শুধু নেই ন্যায় নীতি
অত্যাচারী আদালতে লুটে নেয় আইনের রায়
শুধু ক্ষমতা অর্থের প্রীতি।
আবিষ্কার উন্নতির নামে অবনতি
ধ্বংস করেছো তুমি
করেছো বিষাক্ত আকাশ বাতাস বনপথ
নিষ্পাপ মানবের ভূমি।
হে মানব করেছ বন্দি হৃদয় তোমার
আপন সৃষ্ট সভ্যতার জালে
এনেছ বিভেদ রচিয়াছ দুঃখ দারিদ্র শুধু
সবাকার অধিকার ধরণীর ভালে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন